কবির হাতের একটি কলম
প্রতিবাদের হাজার মুখ,
দুমড়ে যাওয়া, নিংড়ে নেওয়া
চাপা বুকের হাজার সুখ।


কবির হাতের একটি কলম
দেখায় প্রতিবাদের পথ,
আগুনে পুড়ে হাজার অতীত
হয় সে সোনার ভবিষ্যৎ।


কবির হাতের একটি কলম
চলছে যেমন চলেই যাক,
কবির হাত থেমেও গেলে
কলম তবুও সচল থাক।