অন্তরের সুপ্ত বাসনা
অবহেলায় ছিন্ন-ভিন্ন হয়ে যায়,
বাস্তবের উইপোকা
স্বপ্ন কে কুড়ে কুড়ে খায়...।
নিষ্ঠুর আঘাতে ভেঙ্গে খান খান
হয়ে যায় কল্পনা,
রাতের আঁধারে ঘিরে ধরে
বেদনা আর বঞ্চনা...।
আবেগের সব ফুল শুকিয়ে
ঝরে যায় অনাদরে,
জন্মানোর আগেয় মরে যায়
সকলের ভালোবাসা বেঘোরে...।
হাজার বার জন্ম নিতে
যখনই চায় মাথা তুলে,
বাঁচতে গিয়ে বাঁচার মানে
যায় প্রতিবার ভুলে...।
যখনই বাঁচার চেষ্টা করে
বাঁচার আশা নিয়ে,
তখনই মৃত্যু গিলে খায়
জীবন কে ফাঁকি দিয়ে...।