অত্যাচারীর কাল হাত তুমি
গুঁড়িয়ে দেবে কবে,
আদেও কি এই অত্যাচারের
কখনো অবসান হবে?
আর কতকাল ঘুরবে ওড়া
বূক ফুলিয়ে রাস্তাতে,
আড় কতকাল ভুগবো মোরা
হবে কত পস্তাতে।
দিকে দিকে শুনি অট্টহাসি
প্রাণে লাগে বড়ো ভয়,
হে মহাবীর কবে হবে ওই
অত্যাচারীর ক্ষয়।
সবই জানো তুমি অন্তর্যামী
কিছুই অজানা নাই,
আসায় তাই বসে থাকি
কবে সুবিচার পাই।