জীবন এক খেলার মাঠ
চলছে হরেক খেলা,
খেলছি আমরা সারাদিন
কাটছে সারা বেলা।
কেউ খেলছে অর্ধ-বেলা
কেউ খেলছে পুরো,
কেউ আবার খেলতে-খেলতে
হচ্ছে মিছেই বুড়ো।
খেলা দিয়েই শুরু জীবন
খেলার ছলেই শেষ,
খেলতে-খেলতে খেলার মাঠে
কাটছে জীবন বেশ।
জীবনের সব সখ-আহ্লাদ
বিষের জ্বালায় জ্বলে,
প্রতিমুহূর্তে জীবনে এক
শেষের খেলা চলে।