সানগ্লাসটা সাঁটিয়ে রাখেন শরত্কালীন সকালবেলা
হাফ হাতা সার্ট অনুভবের একটা বুকের-বোতাম খোলা


যুবক থেকে কিশোর ছানার চোখগুলোকে ড্যাবডেবিয়ে
গেলান কয়েক এম-এম ভাঁজ। আসকারা তে কান না দিয়ে


নটার অফিস যাবার তাড়ায় হালকা থামেন স্লো মোসানে
উল্টপিঠের সুপারহিরো কবিসুভাষ টু ময়দানের


মেঘের আড়াল আলতো টেনে রাজপথের মাঠ ঘেঁটে
অফিস অফিস খেলা শুরু রোদ্দুরের টার্গেটে


পেঁজা বেলা বাড়লে পরে বাঁ পকেটে টাই গোঁজেন
ভিক্টোরিয়া কোন গলিতে ইচ্ছাকৃত ভুল বোঝেন


ব্যস্তবাগিস সকালবেলা সাতসকালেই হাঁফ ছাড়ে
এলান ছায়ার বেঞ্চি থেকে একাডেমির চত্তরে


দুপুর কাটে টিকিট কেটে শোয়ের সময় তিনটে
হাফ হাতা সার্ট অনুভবের সময় কে চান চিনতে


নাটক আদি-অন্ত-আদি পরিবেশনায় নান্দিকার
বুঁদ করা সে অভিনয়ে দেবশঙ্কর হালদার


শরত সূর্য ঢলে পরেন গৃহের প্রতি সুক্ষ টান
তাহার পূর্বে সময় কাটেন চৌমাথা মোর হলদিরাম


ব্যস্ত যখন অফিস পাড়ায় বাড়ি ফেরায় মন দিতে
অল্প কিছু পদ্য মেশান যুগান্তরের সন্ধ্যেতে