এ জীবন জীবন নয়, হয়তবা খসেপড়া গ্রহাণুর ধুলিকণা পৃথিবীর পরে
কোন বস্তুর অধিক কিছু নয়, কেবলই তারই স্বভাব ধারণ করে
সময়-মাকড়সার জালে কেবলই আবর্তিত হওয়া ক্রমান্বয়ে
আবর্তিত হওয়া বাথরুম থেকে নাস্তার টেবিল হয়ে
জ্যাম পেরিয়ে পেরিয়ে সেই অফিস, সেই নথি, কলম পেষা
কখনো অকারণ আড্ডা, অহেতুক রাট-রেইসের নেশা      
কখনোবা বসের মেজাজ বুঝে বুঝে অভিমান ভাঙানোর ছল  
রাট-রেইসের হিসেব কষে-কষে দিন শেষে কেবল
ক্লান্ত মন আর অবষন্নে ঘেরা
দেহের ভার বয়ে বয়ে পাখিদের মতো একই আস্তানায় ফেরা
 
এ জীবন আসলে জীবন নয়; রঙহীন, রূপহীন, রসহীন
যাপন করে চলা শুধু রুটিন রাতদিন
নেই কোন দশার আনাগোনা
নেই কোন স্বপ্নের জাল বোনা
পড়া বই পড়া বারেবারে
হয়তবা কম্পিউটারে
এনকারটার পাতায় এ্যাটলাস ম্যাপ-টেরেক, হয়তবা
সায়ান-নচিকেতা মগ্নতা
তারপর রাতের মধ্যজামে নিঃশব্দে চলে যাওয়া অবশেষে
ঘুম নামক ক্ষণিক মৃত্যুর দেশে  


প্রতিদিন ভোর হলে আবার সেই চিরচেনা আবর্তন
ঠিক যেন প্রকৃতির নিয়মে বাধা পৃথিবীর ভ্রমণ
আসলে এ জীবন, জীবন নয়; এ যেন স্বপ্নহীন চন্দ্র কিংবা পৃথিবীর মতন
এ জীবন আসলে নয় কোন জীবন