আজব ভাগ্যের সাথে আজব এক সংসার, যেন সোনায় সোহাগা!
চারিদিকে হরেকরকম অভাবের আগ্রাসী দশা, হতভাগা
জীবনটাকে কেবলই ভ্রূকুটি করে
আমি কি ক্লান্ত হই? কখনো বিধ্বস্ত বিবর্ণ অন্তরে
কোন ব্যথা কি কাঁদে! আমিতো বিশ্বাস করতে চাই-তবু আমি বাঁচি
আমি অভাবটাকে অভ্যেস করে দিব্যি আছি
এই হৈহুল্লোড় অভাবের সংসারে
আমি যে অভাবের শুধু, অভাব দিব্যি ঘিরে থাকে আমারে
যেন আমরা দুজন এক জোড়-মানিক বেজায়
আমার ভুত যেন আজ এক জমাটবাঁধা কুয়াসায়
ভাসে, ভবিষ্যৎ সাত-আসমান দূরের স্বপন কেবল
যা ভাবা যায়না, আর বর্তমান, সেতো হৃদয়-ঘেষা সমুদ্রের কটু লোনা জল;
কেবলই বিদ্রুপের হাসি হাসে। এইতো আমার
প্রকৃষ্টরূপে তাবৎ অভাব-সমাচার
তবু আমি বলতে চাই-তবু আমি বাঁচি
আমি অভাবটাকে অভ্যেস করে দিব্যি আছি
অভাবের সংসারে। অভাবেরা বড্ড সুখে রয় আমার ঘরে
তবু কি বিধাতা এক টুকরো ঝন্জা-ক্ষুব্ধ আকাশকে ভ্রূকুটি করে
এই অভাব-রাজার কাছে
দিব্যি বলবে?- গোটা আকাশতো বেশ ভাল আছে!