একই ভাবনার ধূলিখেলার মধ্য দিয়ে একদিন হয়
এই মর্ত্যের সাথে আমাদের কাংখিত পরিচয়
অথচ আজ যুগপৎ ভাবনার কেমন এক অনৈক্য!
ওরা দেখে -কাঞ্চন-ঝঙ্ঘার রূপালি চাকচিক্য
আমি দেখি - কেবলই হৃদয়ের মাঠ-জুড়ে
হেমন্তের সোনা-রং মায়াবী রোদ্দুর উড়ে
ওরা স্বপ্ন দেখে- পাহাড় থেকে নেমে আসা ঐ ঝর্ণার
নিশানা নিয়ে ঐ পাহাড়ের চূঁড়ায় উঠবার
চূড়ান্ত বিজয়ীর মতো একেবারে চূঁড়ায়
আমি অগ্রাহণের স্বপ্নে ভাসা কিষাণের ন্যায়
কেবলই নিশ্চিত বিশ্বাসে দেখি সেই সুখ-সুখ স্বপন-
যেন ঘরে-ঘরে বর্ণালী নবান্নের এক বিপুল আয়োজন
ওরা শোনে কেবল ঐ ঝর্ণার ছলছল গান
খোঁজে লয়, খোঁজে কেবলই তার বিপ্লবী তান
কেবলই খোঁজে পথ, নিরন্তর খোঁজে পথ
আর ‍সুর-মুগ্ধ অতিপ্রত্যয়ী এক আমি আলবৎ
শুনি মোজার্টের ভুবন-মোহিনী সুরের মতন
কেবলই মাঠেমাঠে বাতাসের সুর, শস্যের নাচন
কিংবদন্তী বাঙালির মতো পেতে রই হৃদয়ের কান
আমি মুগ্ধ হয়ে শুনি আর শুনি কেবলই মাটির গান
দিকে-দিকে হৃদয় জুড়ানো এক মাটির গান।