এক ঝাক মানবিক তারা মাছ খেলছে
জল সীমানায় হয়ত অস্তিত্ব নেই ,তবু
খেলছে তারামাছ জলহীন সীমানায়।
তারামাছের ফসিল পাই বাতাসের স্নিগ্ধতায়,
মাটির মৌনতা আর জলাভূমির ছ্যাদলা প্রান্তে।


মাছ শিকারে পুষি বিড়ালে দিয়েছি -
শিকারি কপোট্রন,
শিকারি বিড়াল অতঃপর রূপান্তরিত হয় অন্তঃস্বত্তা কবিতার মত।।