সাঁওতাল বিদ্রোহ ও সময়ের তৃষ্ণায় --- হড় ব্যবচ্ছেদ।


' নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে
  আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে''
                                                
দ্রোহে কাঁপে হড় -
-------------------
১,
ক্যি ক্যইলি-
আজগুবি!!
সড়কে, ঢাল,তীর তলোয়ার
অধিকার, স্বাধিকার- মন্ত্রতুন  ।
রক্তের দাবী পান্তা-ন্যুন
ভ্যুইলি গ্যিইলি--
কানু- সিদু মন্ত্রের নাম?
দ্রোহে কাঁপে সাঁওতাল।


২,
আদিবাসি মন-
সহজ চাওয়া অধিকার বলে
রাজ্যতন্ত্রে সংখ্যা লঘু
রাষ্ট্রতন্ত্রে ক্ষুদ্র জাতি
কর -খাজনা সবদিই তবু
সংবিধানে নাই- আদিবাসি জাতী।

৩,
কি অদ্ভুত! দোষন মন
জমির ন্যায্য পাই দ্যাশবাসি
নিয়ম করে - হড় শোষণ
বিক্রি-অধিকার পাই না -হড় চাষি।


৪,
ব্যাপ্তি চাই রাষ্ট্র মননে
রাজ্য চাইনা --
চাই আদিবাসি
সংবিধান সংশোধন।
এ আমার রক্তের অধিকার
কেন কর হরণ !!


( সাঁওতাল বিদ্রোহ দিবসে -- কানু- সিঁদুর শ্রদ্ধায় নিবেদিত