কাঁদছে যুধাবাঈ , কাঁদছে হেরেম মোগলের
আন্ধ্যা চোখের শাহজাহানের তাজ তাজ ধ্বনির ঠোক্কর পাথরে ,
প্রেমহীন অর্থের জৌলুষ তাজমহলের ভাঁজে
বিন্দু শিশির শিল্প খোঁজে --


এইভাবে রূপহীন মোনালিসার রহস্য
হাসিতে ডিম পাড়ে লাল্ পিঁপড়ে ।
অবজ্ঞার আঁচল খুনসুটি কাটে খোলা বুকে,
কানকাটা ভ্যানগগ শব্দ খোঁজে- উদোম আঁচড়ে।


সীমাহীন লম্বা আঙ্গুল পুঞ্জি গোনে
খোলাবাজার অর্থায়নে ।
নীতির বলদ ঘানি টানে কালোঠুসি চোখ
তৃপ্তির ঢেকুর তেলীর গীটার - অর্কেস্ট্রায়।


জিহ্বায় নামে মাতাল জারক জল
এ্যাঞ্জাইম ক্রিয়ায় পায়ুপথ স্বস্থি।


হাইপেন, কমা -দাড়ি চিহ্ন আঁকে
ডান বাম স্বত্বের ভোগ
ঠিকানা ভাসায় দাঁড়কাক।