কি লাভ বলো?
কুয়াশার ক্যানভাসে আল্পনা,
মিথ্যে উচ্ছাসের আলিঙ্গনে-
তারচে বরং -
ব্যাঙ্গমীর গল্প শুনি
রাতভৌর উলু উলু.....

কিছু না হোক মিথ্যে অভিমান আর
অনুযোগের ছাঁয়া হাটাতো রুদ্ধ হোক।
অবহেলার অবগুন্ঠনের লুপ্ত সকাল
কার প্রত্যাশ বলো?

তুমিতো জানো-
হুলিয়া চলছে আমার শহরে
রাত পেঁচাদের-
কি অদ্ভুত বিবর্তনে ওরা লালটিপের মার্সেনারী হয়ে যায়।

তবু এখনও হাটি, আমি আর আমার ছাঁয়া-
ছাঁয়াটা দীর্ঘ হয়-অস্তিত্বের সাথে আড়ি কেটে।
নিঃসঙ্গ হয়েই দেখি টিমটিমে জোনাকিটা
আটপ্রহর গিলছে আঁধার।

আমি আবারো একা হয়ে যায়।
আমি আর আমারই পৃথিবী।