সাঁওতাল বিদ্রোহ-হুল দিবসে কানু-সিদূ স্মরনে

লাল মাটির হুসিয়ারী নিয়ে জ্বলেনা কাব্যের চোখ
বর্ণমালার মিছিলে ওঠেনা স্লোগান!
একটা কবিতা জন্মের জন্য আকুলিবিকলী কবি।কবিতার আধেক শরীর জন্মালো
সিদু- কানু আরো আদি যোদ্ধাদের স্মরনে

বাকিটা ইতিহাস-
খুঁড়ে দেখা গেল কালো মেঘ
কোন কালে আকাশ ঢেকেছিল
আর ভেসেছিল ঝড়ো উদ্যামে -মনে রাখেনি কেউ
শুধু রঙিন কিছু প্রজাপতি তার পাখা কালো রং মেখে উড়ে এলো দু-মেরুর কোণ ঘুরে
তাদের পাখা আজো সে রঙ
যেমন ভাবে পাহাড়ের উপজাতি আদি হয়ে গেল
আর সমতলের আদিরা অছ্যুতই রয়ে গেল দিব্যি-
কেউ খোঁজই করেনি -
অর্থনীতি ঠুকরে খায় কাক কালো ঠোঁট
বাজেট ওড়ে উড়াল চিলের ডানায়

দুর্দশা -অপুষ্টি বুকে নিয়ে জন্মাবে না বোলে
জঠরেই থেকে যায় আধেক কবিতা
অকৃত্তিম আদি বসোত ভিটেয়