হুল-সাঁওতাল বিদ্রোহ দিবসে কানু,সিদু চাঁদ ভৈরবদের স্মরনে-
========================

ক্ষয়ে গেছে সুমেরু-কর্কট ক্রান্তি
হেটে যাওয়া মেঠো পথ
পানের বরজে আঁকশি কাটা চটা-বাঁশ
হেলে গেছে পূর্ণিমা ইতিহাস অবহেলায়
প্রান্তর জুড়ে শুধু ছাঁয়া-কম্পমান
দৃশ্যত বদলে গেছে কম্বলে-রংচটা

তবু উদোম দুপুর কিংবা সন্ধ্যে আঁধার
সন্তর্পনে এগিয়ে আসে বাবুদের আসা সুর
কালো-কালো আদি কন্যার নিকানো উঠোনে
সহোজ চাষের জমি যেন -সেরেস্তাদারী চাই

বেঁচে থাকা ইচ্ছে -
হামাগুড়ি নদীজল-
উৎসব পাল্টানো পোয়াতী মেঘ
জলঝরা চোখে নির্বিকার

ভুলে গেছে হাড়িয়ার গান
পাহাড়ী উপ-জাতী ঢলে
ভুলেছে দৃশ্যতঃ চিরচেনা পথ
জ্বলেনা চোখ-শুধু ছানাবড়া দৃষ্টি
দেখে নেই অসম বাতাস মাত্রা
সুত্র বদলেছে লোকজ নিয়ম-অলৌকিক

শুধু হুলের ইতিকথা ভুলি

দম বন্ধ শ্বাস ছেঁড়ে চিৎকার কোরে উঠি
আমি বাংলার সাঁওতাল
আমি সমতলের গর্বিত আদিবাসী
মৃত্তিকা বুকে চেপে এ বাংলা ভালবাসি

স্বত্ম-সংরক্ষিত
30-06-2015রাত