চোখ গড়ানো জল
যখন রাত নামে,
শেষবার একা হওয়ার পরে এই প্রথম।

অবশিষ্ঠ সময়ে তুমি এলে
ফিকে হলো রাত- তুমি বুকে মাথা রেখে শুয়ে।

ভুলে যাওয়া মন সময় ভুলে
উছলানো সুখের আড়ালে
সে রাতে সুখ কুড়ালে।

সুখ কুড়ালে মানেই কান্না দিলে
আরো কতোক কাল,জল গড়াবে চোখে
এক রাতের সুখের অসুখে।

আমি যতটাই কাঁদি রাতের গভীরে
মনে জাগে পিথিয়া আমার
আর গাঢ় নীল ঘাসফুল-অর্ক
এবং এক পৃথিবী দুর - আমি,রাত্রি
আর স্বপ্নের ব্যবধান।

চোখ গড়ানো জল কখোন কান্না হয়ে যায়
আমি রাত ভুলে যায় স্বপ্নও
ভাসা মেঘ দুর প্রান্তে তবু
বৃষ্টি নামে এ ঘরে রোজ রাতের গভীরে।




( এ লেখাটি আমার সহজাত লেখনী ধারার বাইরে এসে লেখা-
আঙ্গিক শব্দ চয়ন ও বাক্য বিন্যাসও আমার বৃত্তের বাইরে এসে-
তাই বলতে পারছি না কতোটা কবিতা হলো। )