ওগো আমার বঙ্গভূমি
                       ওগো আমার মা
ভালোবাসি তোমায় খুব বেশি
                       তোমায় ছেড়ে, কোথাও যাবোনা।
তোমার কোলেতে জন্ম মাগো
                        হয় যেন মরণ, তোমার তরে
এটুকু চাওয়া সুধাই মাগো
                           বিধাতা যেন তাহা করে।
হৃদয়ের সাথে, হৃদয় মিলিয়ে
                              গাহি তোমার জয় গান
তোমার শ্যামলের মুক্ত হাওয়ায়
                              জুড়ায় আমার প্রাণ।
তোমার ক্ষেতের শষ্য ভান্ডার
                           বাঁচায় আমার জীবন
তোমার বুকেতে জন্ম নেয়া
                          সবাই আমার আপন।
মাগো মা, ওগো মা
                         আমার জন্মভূমি
হৃদয় মন্দিরে রেখেছি তোমায়
                          জানো কি তাহা তুমি?
তোমার দেহের মাটি দিয়ে
                              তৈরি আমার দেহ
তোমার থেকে আলাদা মাগো
                              করতে পারবেনা কেহ।
হায়েনার দল এসেও যদি
                          দেখায় আমায় ভয়
আঘাতের পর আঘাত হেনে, তাদের
                              করব তোমায় জয়।