রাত জাগা পাখি আমি
                  মেলে রাখি আঁখি
দেশের মানুষের দুঃখ,সুখ
                      ঘুরে ঘুরে দেখি।
দুঃখীর কাছে বসে কাঁদি
                 বুকে জড়িয়ে ধরি
সুখীর কাছে বসে হেসে
                  দুঃখীর কথা মনে করি।
সুখী,দুঃখীর মাঝে যারা
                   তাদের দেই সান্ত্বনা
সুখ,দুঃখ ভবের খেলা
                    তোমরা কেন বুঝোনা।
সমাজের যারা অধিপতি
                গেলাম তাহাদের কাছে
সুখ বুঝি তাহাদের কাছে
                      দেখলাম সবি মিছে।
ধনীকে সুধাই, ও ভাই ধনী
                          দেওনা কিছু ধন
তোমার ধনে বাঁচবে গরীব,দুঃখী
                        এটাই আমার পণ।
ধনী সুধায় ও ভাই পাখি
                    থামাও তোমার বচন
আমার ধন ,সম্পদ খুবই কম
                      করিব আরও বর্ধন।
এবার সুধাই,রাজার কাছে
                      ওহে! রাজা মহাশয়
রাস্তার পাশে জীবন যাদের
                   তাদের হবে কি উপায়?
রাজা সুধায়, ওহে! পাখি
                      শোনো আমার কথা
ওদের নিয়ে তোমার মতো
                   আমার নেই মাথা ব্যাথা।
এবার সুধাই বিধাতাকে
                      ওহে! বিধাতা শোনো
গরীব দুঃখী নিয়ে তোমার
                    ভাবনা নাই কি কোনো।
বিধাতা সুধায়, ওহে! পখি
                           শোনো মন দিয়ে
গরীব দুঃখী আমার লোক
                  ওদের স্বর্গ দিবো দিয়েে।
একথাতে পাকির কন্ঠে
                আনন্দের গান হলো শুরু
হায়! বিধাতা তুমি আমার
                   আশা করলে পুরু।