কীসে মর্যাদা হয়?
                      দামি গাড়ি, টাকা, কড়ি মর্যাদা তো নয়।
বাড়ি তোমার মোজাইক করা, শান বাধাঁনো ঘাট
                     অন্তরেতে জহের ভরা, পোশাকে ফিটফাট।
হাটতে তোমার পায়ে লাগেনা, মাটি ধূলিকণা
                      মাটির কাঁয়া ,মাটির সবই দেখাও বাবুয়ানা।
রাজার মতো হাটলেই তুমি রাজা নাহি হবে
                      চরিত্র তোমার উত্তম কিনা, দেখবে সবাই ভবে।
হিরার টুকরো ভাবো নিজেকে, নওতো তুমি হিরা
                      ভালো মানুষ হতে হলে, দিওনা কাউকে পীড়া।
চকচক করলেই সোনা হয়না,এ কথাটি মানো
                       মর্যাদা তোমার বাড়াতে হলে, বিজ্ঞের কথা শোনো।
বড়কে তুমি শ্রদ্ধা করো ,ছোটকে করিও স্নেহ
                           মর্যাদা তোমার বৃদ্ধি পাবে রুখবে নাহি কেহ।
ধনীর ছেলে নও তুমি, মনে ধনী হও
                         তোমার ঘাটে দেখবে সবাই ভেড়াবে তাদের নাও।
দুষ্ট বুদ্ধি , দুষ্ট কথা, বড়ত্বের কিছু নয়
                           এসব ছেড়ে জীবন গড়লে হবে তোমার জয়।