প্রিয়তমা তুমি কি শুনবে
                      শুনবে আমার ভালোবাসার কথা?
বহুকাল ধরে, যে কথা
                      তোমার জন্য সাজিয়ে রেখেছি।
পথ পানে চেয়ে থেকেছি
                      তৃষ্ণার্থ  পথিকের মতো।
অপেক্ষার প্রহর গুনেছি
                        কত বিনিদ্র রজনী।
কাকডাকা কত ভোর, চেয়ে থেকেছি
                         বারান্দার জানালা দিয়ে।
গ্রীষ্মের প্রচন্ড তাপে দাড়িয়ে থেকেছি
                        সে পুরানো ডিবিটায়।
বর্ষার মায়া ভরা ক্রন্দনে
                          আমিও কেদেঁছি বারবার।
শরতের কাশফুলের মতো
                           আমিও দোলতে চেয়েছিলাম।
হেমন্তের পাঁকা ধানের মতো
                         আমারও স্বপ্ন ছিলো তোমার ঘরে যাওয়ার।
শীতের কুয়াশার চাদরে মুড়িয়ে
                       আমারও শখ ছিলো তোমার বুকে নিদ্রায় বিভোর হতে।
বসন্তের কোকিলের মতো
                          নতুন জীবনের গান গাওয়ার।