আজ যখন বৃদ্ধ মরেছে
                     ক্রন্দন করো নাড়ে
কাল যখন জোয়ান মরবে
                         কাঁদবে জড়িয়ে ধরে তারে।
আজ যে জোয়ান
                   কাল সে বৃদ্ধ,এইতো ধরার রীতি
ওহে মনুষ্যকূল,তোরা করস কেন ভুল?
                             ছেড়ে দে ,এই দুনিয়ার প্রীতি
দিনের আলো শেষে যেমন
                             রাতের আঁধার হয়
জীবন বাতি নিভে গিয়ে
                          তেমনি মরণ হয়।
কে আছো জোয়ান বলবে আজি?
                         যাবেনা ধরণী ছেড়ে
মালাকুল মউত বসে আছে বেটা
                      তোর জান নেবে কেড়ে।
জোয়ান বলে পেশী দেখাস
                       ওরে, তোর দেহে অনেক বল
বৃদ্ধের দেহ তোর মতো ছিল
                               আজ দেখ তার করুণ ফল
এসেছে যে এ ধরাতে
                    যতই চেষ্টা করুক,থাকবেনা সে চিরদিন
বিদায় বেলা ধরণীর কাছে
                           হয়ে যাবে সে ঋণ।
ধরণীর বুকে ভক্ষণ করস
                          সবই ধরণীর
তবে কেন, তোরা কথা বলতে
                               উচ্চে করস শির ?