রাত যখন গভীর হয়
                  তাকীও তুমি আকাশে
চন্দ্রের আলো হয়ে
                    থাকবো তোমারি পাশে।
করিব আমি বরণ তোমায়
                            হৃদয়ে তখনা
সাক্ষী থাকবে চন্দ্র, তারা
                             শুধুই দুজনা।
রাতটি হবে শীতের
                     কুয়াশা দিয়ে ঘেরা
রাখবো তোমায় বুকের ভেতর
                            চাঁদর হবে বেড়া।
জোনাকিরা আলো দিবে
                            সম্মলিত ভাবে
ঝিঁ-ঝিঁ পোকা মাতিয়ে রাখবে
                        ঝিঁঝি-ঝিঁঝিঁ রবে।
বুকের ভেতর রেখে তোমায়
                           বলব মনের কথা
দূর হয়ে যাবে মোদের
                          মনের সকল ব্যাথা।
হারিয়ে যাবো মোরা
                       অজানা কোনো দেশে
ফিরে আসবো মোরা
                            রাত্রি প্রায় শেষে।
শিশির ভেজা ঘাস গুলো সব
                         হেসে হেসে হবে কুটি
ঠিক তখন মোরা দুজন
                           নিয়ে ফেলবো ছুটি।