তুমি আমার অস্পর্শী ভালোবাসা,
যেখানে আমার ইচ্ছে গুলো কল্পনার বিমূর্ত রূপ,
তবুও তোমার জন্য আমার ভালোবাসা,
তুমি শব্দের অন্তহীন বিশাল এক পৃথিবী,
যেখানে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে তোমার তুমিত্ব বোধ।
যোজন যোজন মাইল দূরে থেকেও,
তুমি যেনো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা মায়ার জাল,
আমি তোমার ভালোবাসা নামক শেকলে বন্ধী,
তুমি নামের মায়ার কাছে পরাভূত আমার আপাদমস্তক।
তুমি শব্দের দীপ শিখার প্রজ্বলিত আলো হয়ে জ্বলছি দিবানিশি,
তুমি কাছে নেই, তুমি আমার পাশেও নেই,
তবুও মনে হয়,
আমার আঙুলের ভাঁজে,ছুয়ে থাকে তোমার আঙুলের স্পর্শ।
মনে হয়,খোপায় গুঁজে দেওয়া ফুলগুলো,
আমার ঘাড় ছুয়ে হৃদপিণ্ডকে অসার করছে,
আঁধো রাতে চাঁদের আলোয় অপরাজিতার গা বেয়ে,
অদম্য ভালোবাসা মাদকতা ছড়ায় আমার বেলকনিতে,
হিমেল বাতাস ছুয়ে যায় আমার এলোচুল,
ঠিক তখনই মনে হয় তোমার উষ্ণ হাতের স্পর্শ,
ছুয়ে যাচ্ছে আমার ললাট বেয়ে হিম শীতল গাল।
আমাকে মমতার বাহুডোরে আগলে নিয়ে,
আবেশী আদরে অস্পষ্ট স্বরে কানের কাছে বলছো,
আজন্মকাল ভালোবাসি তোমায়,,
জ্যোৎস্নার আলোয় বিভোর হয়,
আমার স্বপ্ন গুলো,আমার ইচ্ছে গুলো,
চাঁদের আলো হারিয়ে যায় ঊষার লাল আভায়,
আরেকটি নতুন দিনের সূচনা সূত্রে,,
অথচ দেখো,,
কি অদ্ভুত অনুভূতি তোমাকে ঘিরে,
একই চাদরে মোড়ানো দুটি দেহ,
তবুও,অস্পর্শী থাকে আমার ভালোবাসা,