তুমি কি,
সেদিন আমার পাশে বসেছিলে;
এক মুঠো চাঁদের আলোয় নতুন করে দেখতে চেয়েছিলে?


তুমি কি,
নতুন বর্ষার জলে আমাকে খুঁজেছিলে;
কদম ফুলের পাপড়িগুলো আমার জন্য বর্ষার জলে ছড়িয়েছিলে?


তুমি কি,
আমার জন্য কোন ঘাসফুলের বাগানে আলতো পায়ে হেঁটেছিলে;
ঘাসফুলের গণ্ধহীন সৌন্দর্যের সাথে আমার স্বপ্নগুলোকে মিলিয়েছিলে?


তুমি কি,
নতুন কোন আসরে আমার আশায় ছিলে;
আসরের কোন এক বন্ধুর মাঝে আমার অনুপস্থিতি অনুভব করেছিলে?


তুমি কি,
ক্লান্ত কোন দুপুরে আমার কথা মনে করে সুন্দর একটি ঘুম দিয়েছিলে;
ঘুমের মাঝে আমায় নিয়ে স্বপ্ন দেখতে গিয়ে লজ্জা পেয়েছিলে?


তুমি কি,
স্বপ্নলোকের যাত্রায় আমাকে সহযাত্রী করতে;
বার বার ডাকতে ডাকতে কন্ঠস্বরে ছেদ ফেলে আহত হয়েছিলে?


তবে কেন,
আজ দু'জনার পথ ভিন্ন?
কেন,
দুটি জীবনের পথ সমান্তরাল?


আমি সমান্তরাল চাইনি,
আমিতো ছিলাম এক বিন্দুতে
সুন্দর একটি প্রতিস্থাপনের আশায়।


তবে,
তুমি কি চেয়েছিলে?
তুমি কি,
সমান্তরালেই খুশি?