তুমি যদি হাসতে চাও
তবে হাসো,
কথা দাও
আমায় কাঁদাবে না।


তোমার হাসি-
থামিয়ে দেয়
আমার হৃদয় কাশবনের নিষ্পাপ ঢেউ,
হৃদয়ের নিশ্চুপ কবিত্ত্বকে
উপহার দেয় রসালো যন্ত্রণা।


তোমার হাসি-
থামিয়ে দেয়
আমার বিপ্লবী হৃদয়ের পদযাত্রা,
মুছে দেয়
হৃদয়ে লালিত নতুন মানচিত্রের সীমানা।


তোমার হাসি-
শুণ্যে ভাসিয়ে
অসাড় করে আমার হৃদয়ের হারিকেন,
নষ্ট করে উত্তাল হৃদয়ের
সর্বনাশ করার জীবন্ত বাসনা।


তোমার হাসি-
ভরিয়ে দেয়
আমার শুন্য হৃদয়ের আতুড় ঘর,
তবে ভয়-
যদি আমার কাঁদতে হয়;
যদি আমায় না কাঁদাও
তবে তুমি হাসো,
তোমার হাসি-
বড় বেশী ভালবাসি।


---০---