তুষ্ট করো মোরে ঠোঁট দুটো
একবার নষ্ট করে,
বসিয়ে দাও কোন এক
দুশ্চিন্তার বাসর ঘরে।


চোখে দেখে মন ভরেনা
ছোঁয়া পেলেও চোখ সরেনা,
মনে হয় মন পকেটে ভরে রাখি
যখন তখন মিলাবো ডানা।


গোলাপ রঙের আর্দ্র চরে
হাত বুলাতেও ভয়,
হাতের ছোঁয়ায় কখন জানি-
লজ্জ্বাবতী লাজুক লতা হয়।


গোলাপ পাপড়ি চাপিয়ে দিয়ে
শুভ্র সুখে হৃদয় জুড়াও,
নীল কষ্টের তরী থেকে
নষ্ট জলের কষ্টগুলো সরিয়ে দাও।


হাজার সুখের পরশ দিতে
যদিও তোমার ভরাট ঠোটের
ডানায় ডানায় কষ্ট হয়,
তবুও তুমি-
সুখের দানে দুঃখ নিয়ে
ভালবাসার আর্দ্র জলে ভাসাও আমায়।


----০-----