তুমি এসো দুই পায়ে নূপুর পড়ে
নূপুরের ঝংকারে-
নিদ্রাবিহীন রাতের ক্লান্তি দূর হোক
নিকোশ কালো অন্ধকারে।
তোমার নূপুরের ঝংকার
শব্দ সুরের সাত রঙের ভেলায় চরে,
রেখে যাওয়া ভালবাসার রংধনুতে
পৌছে দিক তোমার মনের বন্দরে।


তোমার নূপুরের ঝংকারে জেগে ওঠে
সোনালী বিকেলের ঘুমন্ত অরণ্য,
জেগে ওঠে সাগরের বুকে
দ্বীপ এক অনন্য।
তুমি এসো দুই পায়ে নূপুর পড়ে
নূপুরের ঝংকারে-
আমার নষ্ট মন হয়ে উঠুক অনন্য,
জেগে উঠুক-
আমার মরুভূমি হৃদয়ে
সবুজ এক অরণ্য।


তোমার নূপুরের ঝংকারে
থেমে যায় কাল বৈশাখী,
শান্ত হয় উত্তাল সাগর
বন্ধ করে দূর্ভিক্ষ তার আঁখি ।
তুমি এসো দুই পায়ে নূপুর পড়ে
নূপুরের ঝংকারে ভালবাসার রথযাত্রায়
বন্ধ হোক কাল বৈশাখীর রক্তচক্ষু,
মন সাগরের-
প্রেমহীন তরঙ্গ শান্ত হয়ে
দূর করুক ভালবাসার দূর্ভিক্ষ।


তুমি এসো দূই পায়ে নূপুর পড়ে
ভয় নেই-
তোমাকেই ভালবাসব
তোমার দুই পায়ের নূপুরকে নয়,
নূপুরের শিকল ছিড়ে
জোড়া দিয়ে দিব-
দুই মনের বন্ধন যদি
চিরস্থায়ী না হয়ে অস্থায়ী হয়।


===০০০===