তোমায় খুঁজি
সন্ধ্যা তারায় একলা হেঁটে,
চোখের কোনে জল জমিয়ে
হোঁচট খাই ভূতল পিটে।


তোমায় খুঁজি
বৃষ্টিস্নাত নদীর জলে,
বৈধুর্যের রংধনু রঙিন হতে
আমায় খোঁজে নতুন ছলে।


তোমায় খুঁজি
ভর-দুপুরে সুর্যমুখীর যৌবনে,
তপ্তরোদে ক্লান্ত হতেই
হল্লা করে বৃষ্টি ঝড়ে হৃদয় কোনে।


তোমায় খুঁজি
সকাল বেলার মিষ্টি রোদে,
মিষ্টি রোদ নষ্ট হয়ে
আমায় টানে শশ্মান হৃদে।


শুধুই খুঁজি
পাইনা তোমায় সম্মুখে,
অন্ধ হৃদয় তবুও খোঁজে
ভালবাসার সরল চোখে।


খুঁজে খুঁজেই ক্লান্ত হতে
টুকরো করে স্বপ্নকাতর হৃদয়টারে,
ছড়িয়ে দেবো-
প্রেমপূর্ণ নতুন নতুন বন্দরে।


কোথাও যদি তোমায় পাই
ছরিয়ে দিও হৃদয়টারে বাহির করে,
তোমার প্রেমে ক্লান্ত হয়ে ভালবাসার পরশ নিব,
মন-হৃদয়ের পূর্ণ গড়ে।


===০০০======