ওগো নীল নয়না,
যেওনা ওই বকুলতলায়
ওখানে আমি দেখে এসেছি
দুঃখ নামের ছোঁয়াছে রোগ;
তোমার সুখের ডানায়
ক্ষত হয়ে ভর করে,
নতুন করে আমার সাথে
তোমায় করবে যোগ।
ওখানে সুখের ডানায়
নিজের হাতে আগুন জ্বেলে,
আগন্তুকের নামতে হয় ধূসর দুঃখের জলে
সকল সুখের চিহ্ন মুছে ফেলে।


আমি তোমার আশায় বকুলতলার ছায়ায়
আশ্রয় চেয়ে ফিরে এসেছি
দুঃখ হাতে নিয়ে,
নতুন কারো সন্ধানে তুমি যদি যাও সেথায়
তুমিও হবে দুঃখের রানী
সুখের ডানায় নিজের হাতে আগুন জ্বেলে দিয়ে।


তোমার জন্য আমার দুঃখ
আহত হলেও হৃদয় দিয়ে
করছি আমি ভোগ,
তোমার দুঃখ আমার নরক
দোহাই তোমার বকুলতলায় যেও নাকো
করতে বরণ দুঃখ নামের ছোঁয়াচে সেই রোগ।


=========০০০০=========