চাঁদের দিকে না তাকিয়ে
নয়ন যুগল পতিত করে রাখি,
তোমায় চেয়ে দেখে ক্লান্ত হতে
সাধের স্বপ্নে বিবশ হয়ে থাকি।


বৃষ্টি ছুঁয়ে দেখবো বলে
হাত বাড়িয়েও গুটিয়ে এনে রাখি,
তোমায় ছোঁয়ার স্বপ্নে ভেসে
অবুঝ মনের শান্ত হওয়া দেখি।


নদীর কাছে গিয়েও শুধুই
ফিরে ফিরে আসি,
তৃষ্ণা ভুলে মাতাল হয়ে
খুঁজি তোমার সিক্ত নরম হাসি।


ভালবাসার তৃষ্ণা নিয়ে
ছুঁয়ে দেখার উন্মাদনায়,
খুঁজে ফিরি বিভোর হয়ে
আপন করে চেয়ে দেখতে তোমায়।
======০০০০======