আমি বহুবার বলি। বারবার বলি।
এটি চক্রব্যূহের অধুনা। এখানে
বহুপথ হেঁটে হেঁটে ক্লান্তি নামে।
আমি বের হতে পারি না। বের হতে চাই
না। বহু ক্রোশ।
এখানে অন্ধরা বাস করে আমার রন্ধ্রে।
এখানে অভিমান অভিনয় করে অভিনব
কায়দায়। এখানে দিনের বয়স বেড়ে চলে
আমাকেই পিছনে ফেলে। আমি অট্টহাসির প্রতিধ্বনি শুনি আকাশের ছাদে। ছাদের আকাশে। তোমাদের কোথায় জ্বলে, কত জলে নিভবে আগুন?
মারিচ আমায় ডাকছে তাই ছুটি, ছুটছি।
আমি তোমাদের কে? তোমরাই বা আমার কী?
সঙ্গাহীন এ নিঃসঙ্গতায় আমি তো মানুষ।