মোহভঙ্গী শব্দ-পাখি ছোঁ মেরে আকাশের দিকে ছুটেছে। আমি তাঁকিয়ে আছি নিরুদ্দেশ। পাখিটা চোখের আড়াল হতে বেশ দেরি লাগছে আজ তাই। ছায়াছন্ন চোখে প্রলভনে পুলুব্ধ হই না আমি। কিন্তু হরহামেশা ঘুম নেই বহুদিন মূঢ় চোখে। চোখে পেঁয়াজ কেটে চলি প্রেমে, ঘোর বিপদে তুমি অঘোরতন্ত্রী আমার রত্ন তলে এসো একবার; আমি তোমাকে পড়তে চাই।