বলেছিলে চাকরিটা হলে আমরা বিয়ে করবো।
হুম তাই চাকরি হলে একটা টাইটান ঘড়ি কিনবো ; মা-বাবা, কাকু, ছোটমা, দিদার জন্যে কিছু,
কয়েকটা বন্ধুর জন্যে কয়েকটা টি শার্ট।
এক বন্ধুর টাইটান ঘড়ি দেখে বেশ লোভ হতো আমার।
ও হ্যাঁ জানো টাইটান ঘড়িতে আমায় নাকি পৃথিবীর সবচেয়ে
সুন্দর পুরুষ মনে হয়। হা হা হা-
ও তোমার শাড়ি কিনতাম অবশ্যই।
ওটার রং হতো তোমার মতোই অপরুপ ।
কিন্তু তোমার মতোই চাকরিও বড়ই অলিক ।
তোমার মতোই বারবার চলে যাওয়ার বদ-অভ্যাস ওর।
চাকরি, তুমি আর আমি কারো চলে যাওয়ার পথটি ধরে হাইপারমেট্রোপিয়ায় ভোগা।