এই যে সাহেব, শুনছেন নাকি?
হ্যাঁ-হ্যাঁ বলেন;
কোথায় যাচ্ছেন?
বেশ সুগন্ধি, পোশাকটাও মানিয়েছে বেশ।
ওতো আমাকে বরাবরই মানায়,
জানোই তো।
টাকা কতো লাগে?
বেশি না রেগুলার তো।
ও আচ্ছা, বাকিতে হয় কি সাহেব,
আরে না, দু-ব্যাবসায় বাকি নেই।


আরে শোন,
কতো দূর পড়েছো ?
পুরুষ কখনো হয় না পতিত
অতীত পড়ে যদ্দুর জানি
যোনির বাসনা শুধুই নারীর
বাড়ির বউটা শুধুই আমার
সাবার করবো আরো কিছু
পিছু পিছু যাবে নাকি?


সাহেব,
আমি কবি বোকা অতি
জ্যোতি নেই চোখের বেশি
আশি বয়সে যা দেখি
সেকি আসে মাঝে মাঝে
সাঁঝে সাঁঝে তোমার বাড়ি?


বলছো কী, বলো কী?
আজি পেটাবো লাঠি,
ও বেশ্যা মাগী
রাগি আমি কতো।


মিথ্যে বলেছি সাহেব, ফান করলাম।


ও তাতো জানি
থেমে গেল বেগ
মেঘ অন্ন্ধকারের দুঃশাসন
ভাষণ শোন আমার।


ব্যাকরণে থাক অকারণ, পতিতা শব্দ নিত্য
সত্য তুমিই পতিত পুরুষ দুঃশাসনের ভৃত্য।