চাওয়া


কী চাও?
প্রেম?
কতোটুক?
এক চিমটি!
কেন?
তুমি যে আমায় এই পরিমান দিয়েছো!
শর্ত প্রযোজ্য।


চেয়ে থাকা


কী চাও?
দেখতে?
পৃথিবী সমান রূপ এক পলকে,
কী করে সম্ভব?
আমি হৃদয় খুলে দিলে!
দাও?
কিন্তু শর্ত প্রযোজ্য!


চুম্বন


কী চাও?
চুম্বন?
এতো প্রেমের পূর্বশর্ত!
প্রথমেই চাইতে।
যদি তুমি রেগে যাও।
কিন্তু শর্ত প্রযোজ্য!


উরুভঙ্গ


কী চাও?
উরুভঙ্গ?
রাজি।
শর্ত প্রযোজ্য।


শর্ত


কী চাও?
শর্ত?
নিঃশর্ত, নিঃস্বার্থ মুক্তি চাই
শুধু তোমার কাছে,
যেন চাইলেই ভালোবাসতে পারি,
যেন চাইলেই হৃদয়টা দিয়ে দিতে পারি,
তোমার সঙ্গে যেন লজ্জা না থাকে আমার,
আমার আপাদমস্তক যদি দিয়ে দিতে দাও,
আমি পৃথিবীর আর সবার,
তুমি শুধু আমার,
এই শর্তটুক মানবে তো?