যদি আমি শুদ্র হতাম,
হতাম অচ্ছুত ব্রাহ্মণের তাতে কী তোমার ছোঁয়ায় এ অন্তর, আত্মা, দেহ সবই তো পবিত্র আমার,
কিন্তু তোমাকে আমি ছুঁই মনের হাতে, তৃতীয় চোখে দেখি সহসা, দেখি বইয়ের পাতার একটি জল কনায়; চোখ থেকে খসে পড়া হৃদয় থেকে।
যুদ্ধ করে জয় করতে পারিনি, জন্মান্তরে তোমার গোত্রেই জন্ম নিতে চাই কীট, পশু-পাখি কিংবা মানুষ, চন্ডাল হলে ক্ষতি নেই।