কোথা চলেছো কালোকেশী, এ গভীর জনারণ্যে,
দু-চোখের সামনে দিয়ে আরও কত
বসন্ত হেঁটে গেছে তোমার মত করে নধর হয়ে,
টের পেয়েছি পাই বারবার, কতবার তার
অন্ত নাই, অনন্ত চাওয়া অসীম হয় কাল-দীর্ঘায়নের নিয়মে।


কেন জানো?


পিছু ছুটতে ছুটতে চোখের খেই হারিয়ে যায়,
খুঁজে পেতে কষ্ট হয়, এক সময় আর খুঁজি না,
খুঁজে পাই না বলে।
সাতাশ বসন্ত আলোক-বর্ষে মিশে তোমাকে করেছে আলেয়া। তাই
নির্বান লাভের আশায় বসে যেতে চাই ধ্যানে।