যদি আজকের গল্পটা এভাবে লিখতেন কেউ, যে এ কেমন কথা এ কেমন বলা এ কেমন চলা। একটা হোচোট ঠাহর করে চলে গল্পের এ ক্যারেকটারটি,
এ হোচোটের ব্যথা নেই,চিহ্ন নেই; শুধু ভাবনা বুঝি ব্যথা করছে এ জায়গাটাতে নিরন্তর।
কোথায় যেন একটা বাধা-বিপত্তি বিপত্তিই যেন আপত্তির ঘ্রাণ বয়ে আনে নাকের খুব নিকটে। আগ বাড়িয়ে চলা আর পেছন ফেরার অসুর গান শোনা যায়-
ভেবে ক্লান্ত হয় মন কিন্তু ক্লান্তি কোথায়; বুঝে ওঠাটাই এখন দায় হয়েছে। আসল-নকল, ভুল-ভ্রান্তি, সত্যি-মিথ্যে! এ উপযাচকের যাঞনা একদিন বর্তমান কেটে গেলে অদূর ভবিষ্যতের ক্ষীণ হাওয়ায় মিলিয়ে যাবে। যাবেই তো নামটাই যে তার দখিণ হাওয়া।
আজকাল অকারণ নিজেই নিজের দুঃখ সৃষ্টি করে চলেছি দীর্ঘপথ। কী অস্বাভাবিক!