ভারসাম্য করতে মরিয়া হয়ে কখনও সামান্য ভুল, কিছু প্ররোচনা রচনা করে কালোস্রোত-মুখ। আমি জাতিস্মর নই।
তাই জানি না কতকিছু। আহত ঘোড়ার পিঠে চলেছি ভাঙা তলোয়ার হাতে।
অষ্ফুট এক আওয়াজ! প্রশ্নের প্রতিধ্বনির প্রত্তুতর কী। একটা দিন কাটে, কাটে রাত কেটে চলে যায় ঝুকে পড়া আকাশে। খোলা আকাশে কথা বাজে একটা প্রশ্নেই তোমার এত কেন ব্যাথা?
বর্তমানের আবর্তে আমরা বৃত্ত আঁকি।
তাই দেখা হবেই। যদিও আমি জাতিস্মর নই।
তবুও বলে দিলাম।