এবার ভালবাসার গল্পটা বলো।
তারপর, নাহয় পতাকা দিবসে ওড়াবো স্মৃতি।
পেরিয়ে যাবো পৃথিবীর যত দহন।
এবার ভালবাসার গল্পটা বলো।
তারপর, নাহয় প্রতিবাদী কন্ঠে পাঠ করবো জীবনের অক্ষয় মন্ত্র।
ব্রেনডেথ স্বপগুলোর দেহদানের অঙ্গীকার রক্ষা হবে।
এবার ভালবাসার গল্প বলো।
তারপর, নাহয় সংসদ চলবে শুধু তোমারই জন্য।
যারা ভাষাহীন তাদের আলজিভ চুয়ে বেরুবে ভাঙা গোঙানি!
এবার ভালবাসার গল্প বলো।
তারপর, নাহয় বন্ধ্যা ভুমিতে বীজ বুনে যাবো।
বরফ হতে খুজে নেবো পাথুরে তেজ।
এবার ভালবাসার গল্প বলো।
তারপর, নাহয় পালাবো এই জেল হতে।
বলে দেব সত্যকথন -
পৃথিবীতে গোলাপ নেই,
খালি হাতে বাড়ি ফিরব এবার।
এই জেল