নৈমিত্তিক ভাত , যে পাগলটা বলেছিল
নইলে মানচিত্র খাবে সে ও দেখি দাঁড়ি,গোফহীন
লাইনে এসেছে , হুউ্ হাসি পেল
গদগদ খুব, ভাত পাবে
কতকাল ছাইপাশ সরীসৃপ জীবন


আমিতো আড়াল করে রয়েছি গুটিয়ে
অতি সন্তর্পণে চোখ ঢেকে -
নর নারায়ন সেবা , ঢালাও প্রসাদ
চিনে নিল ঠিক, অদিতি না ?
রাগ হল,আচ্ছা পাগল !!


সেদিনও দেখেছি ফুটপাতে খুব আড়াল করে
মন্দিরে প্রসাদ বিলির কালে
সভা,সমাবেশে কি দারুণ কাব্য আওরায় !
তেমন লিখিনি , একা মানুষের ক্ষিদে
আগুনফলকে হাঁটু মুড়ে, পাত পেরে
লজ্জা ছিল না ।


পাগলটা হেঁকে বলে দিল
" অদিতি না "