হৃদয় এখন তুমুল ক্ষরণ সর্বনাশের ক্ষণ
জোট জটলায় ভাঙছে আগল ,
স্বৈর আচারী ভ্রম।


মন্ত্রপূত কবচ তলে চলছে সমর্পণ
কার হৃদয়ে কার বাসা যে,
দৃষ্টি অনুক্ষণ ।


জল না পানে মিটবে যাবৎ অবাধ সংশয়
মন খোঁজে না হাতরে বিফল
কে কার পরাজয় !!


গান না তানে ঘটবে পিয়াস বলনা গুনীজন
ক'বার জনম ঘটলে হবে
মানব সংবর্ধণ ।


ভুল পথে সব ইচ্ছেগুলোর কর'না জবাই মন্
চলনা হাঁ'টি মাঠ বরাবর
স্বচ্ছ হৃদয়-মন ।


আঁশ বটিতে মিটবে কি' আর রাহজানির ভয়
সাজ সাজোয়ার মুখোশ খুলে
স্বান্ত হতে হয় ।


দেখ্ না কাঁদে দুগ্গা মায়ের অবোধ সন্তান
অসুর হলো ন্যায়ের দোসর
জাতির অবমান ।


কাট না দ্বেষের ম্লেচ্ছগুলো রক্তে ঝরুক ক্ষোভ
অায় না সাধের জনম ল'য়ে
পুর্ণ্জনম্ হোক ।


আবর্জণায় জমতে থাকুক মিথ্যে মুখোশ সব
বাজবে কাঁসর, হাসবে হৃদয়
ব্যকূল জনরব ।


স্বচ্ছ ধারায় দে না ধুঁয়ে ক্ষরণ ধরণ সব
মিলন ধরায় সুর ঢেলে দে
আমরা জনরব ।
....................................................................