(১)


কর্ষের আকূল প্রভাব মেলে
কানে শুধু মন্ত্র -
সংযোজন ।
কি আশ্চর্য!! অসীম উন্মাদনায় ছেয়ে গেল সমাজ সংসার
আমি তার ভরন্ত ফলন
নিষাদের লোলুপ কুঠারে পঞ্চামৃতের ছোপ
ফল আর আমি ; ত্রিকালের অন্তিম পর্যায় !
দেখি প্রাণে প্রাণে ছত্রাকার ঘর দোর সমাজ প্রাঙ্গণ
আমি আর আমাদের দেহ ।
                                  (২)


আবার জন্মাবো আমি এই ভ্যূলোকের স্থলে,জলে
মেঘ রঙা শাড়ী পরে হেঁটে যাব
সবুজ দ্রাঘিমায় ,আলপথে ,সাঁকো বেয়ে
না হয় দাঁড়াবো জন্ম জন্ম থেমে
খল খল হাসি দিয়ে লুকাবো আড়াল
তুমি থেকো কাঁটাতার হয়ে, বিঁধে যেও শাড়ীর আঁচলে
না হয় দুঃখ পাবো , রক্তাক্ত পায়ে
ছাপ হয়ে রয়ে যাব পাথর হৃদয়ে ।
মৃত হয়ে পড়ে রব সমুখে তোমার
টুকড়ো কাগজে দেখে তোমার অক্ষর
দু'ফোটা অশ্রু যেও ফেলে ।
বাঁশের খোচায় থেকো তুমি বেঁধে দিও পা'
চালকের খুনসুটি হোয়ো বাঁকা ঠোট কটূক্তি প্রবল ;


দ্যাখো,নিদারুণ ব্যস্ত জনতা,নেমে এস পথে
পায়ে পা মিলে
এবারে খবর হই, কি প্রকার মৃত্যু চাও বলো
জেগে উঠে উদগ্র জীবন, বোধবুদ্ধি হিসেব মেলাবে
শুধু আয়োজন, বল অন্তিম কি বাকি ?
শেষ চুমো নাতনির গোলাপ কপোলে ?
বাগানের , টগরে সদ্য ফোটা কলি ?
দু'ছত্র গান বাকি, সরগম কথাকলি সুর
পানের খয়েড়,চুন বৌয়ের সে হাস্যমুখ
বল আর কত বাঁচবে তবে মরণ'টা নাও !!
তুমি কি নিদারুন উদগ্র হয়েছো রোসো -
জমি জমা.ঘর বাড়ী ?
ধ্যুত্তোর যে নেবার নেবে
চল মরি গাড়ীর তলাতে নয় ডুব জলে ;


মাথা ঘাড় দুলে নেশার দোলায়-
তোমায় মৃত্যু দেবে তার আয়োজন
যমের অধিকার--
মন্ত্রে কাবু সব, এবার সময় হলো-
যমুনাবতীর তীর,বৃন্দাবনের জল
নগরের ওহে তাত্ত্বিক কপোল
দু'দন্ড আমাদেরও পরম্পরা হতে
পথ রেখো দ্বার জুড়ে শেষ কথাটার
লাওয়ের মাচান বাকি, ছাতের ছাওনি, মেনীটার বড় হতে
কয়েক রজনী ।
জেগে ওঠো টোনা টুনি জগৎ সংসার
শেষ প্রেম,শেষ চুমা,অন্তিম আদর
রেখে যাব প্রান্তে তব সময় মরিবার


ইলিশ রেঁধো সরষে'য় সাদামাঠা খুব
দিও পাতে খোকাদের অমৃতের স্যুপ
আবার জন্মাবো আমি ভ্যুলোকের জলে স্থলে
আদরের মেনী হব, তোমাদের খুকী
মরণ ডেকেছে কাছে চুমিবে অগাধ
রাখো ঢেকে যাকিছু আমার
আমি আসিব আবার ।