রেখে দিই বিগত সময়
মৃতের ছাই নিয়ে দলাদলি,খুনোখুনি ,
ঝিমলির বন্যার ঘর
বখে যাওয়া ফার্স্ট বয়, মেয়েটির বিদ্ধস্ত লাশ্ ;


এইমাত্র ছেলেটি সাবালক হল
তার দশ আঙুলে রাত্রি উৎসুক
ডালপালার রজ্জুরসে
পাথর যুগের স্বাদ নিয়ে
উঠতি চোখ তার দু আঙুলে
বিভোর পৃথিবী
সহপাঠীর বেপরোয়া দেহে
তেজস্ক্রিয় ডায়নামাইট


লাস্যের বিদেশীনি খেলা করে
মোড়ক পৃষ্টায়


আর্তির ছিন্ন লাশ ফেলে রাখি
দোলনার আশ পাশে
খোলামাঠে মেয়েটির ধ্বংসাবশেষ,
পোড়া স্তূপ পড়শির দেহে
ট্রিগার থুতনি আর অনর্গল রেষারেষি


যদি ও দৃষ্টি ফেরায় ?


বেকার আর্তির কিছুটা শ্লোগান
গুম হওয়া ষড়যন্ত্র ছড়িয়ে ছিটিয়ে ,
রেখে দিই যাবতীয় কিছু


ও যদি খানা খন্দ ভেবে তুলে আনে
প্রকৃত উপায় !


মাঠ ভর্তি, অনাদৃত লাশ,
বেথুনের বিবর্তন , দামিনীর লুপ্ত চ্যাপ্টার
এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে যদি
টের পায় !


শহর মানুষ প্রত্যয়ী স্খলন আর
নিস্পৃহ বসতি ছড়িয়ে
আদ্যপান্ত রেখে আসি সব
বিভ্রমকালে যদি চোখ পরে ছেলেটার
মতি গতি ঠিকরে বেড়োয় !