ঝাপসা মনে ধার করেছি আপন মায়ের কোল্
রাত্র দিনে আসন সাজি হরেক কথার বোল্ ।
ভ্রম হলে মা চেতন মনে দীপ জ্বালায়ে সুখে
মুচকি হাসেন কন্যা শিশুর কান্না ঝড়া দুখে ।


ঘর জোড়া তার অবাধ চলন পরশ নিসংশয়
জুড়ায় দহন সাত কাহনের জ্বলণ ভরসায় ।
দেয়াল জুড়ে তার অবিকল হরেক কথার স্বর
যায় ভুলিয়ে মন দুলিয়ে প্রলয় সমস্বর ।


ঢাকনা দিয়ে মন ভোলাল ঘর জোড়া আশ্বাস
সেই সুমধুর প্রাণ ভুলেছি যন্ত্রণা আবাস ।
আকাশ আছে সঙ্গী সাথী মন খারাপের দিনে
মন ভরে দেয় হাস্য রসের নানান উপাদানে ।


কেউ থকেনা গভীর আঁধার নিঃস্ব চারিধার
স্বার্থ জাগে খুব দাপটে মানুষ চরাচর
মেঘ তখনি সাজায় আলো ফুলকি চারিধার
মন ভুলিয়ে দেয় দুলিয়ে বন্ধু চিরতর ।


ভুল হয়ে যায় আপন কে পর ধ্বন্দ মুহূর্ত
বন্ধু সাজায় মনের খোরাক আনন্দ সূত্র ।
এক মা ছিল চোখের জলে আজও অবিকল
আকাশ বাড়ায় বন্ধু সে হাত শুধুই  সম্বল ।


মনের নালিশ হায় বেওয়ারিশ হাস্যরসের দাও
সকাল হ'ল আঁধার তবু জীবন তরীর বাও ।
হয়না প্রভাত মুখর কোন উদ্দীপনা খুশী
ঘোর আঁধারে যায় না দেখা কিরণ রবী শশী ।


আঁধার আমার পয়মতী ঘর আমার স্বয়ংবর
আসমানী সুর বিছিয়ে আমার জীবন খেলাঘর।
অগাধ স্বাধীন এই জমিনে আপন খেয়ালখুশী
আলো না থাক্ স্বপন জালে নিঠুর রবী শশী ।


...................................................................