আমি আজ তুই হই তোদের মাধ্যম
ভেবে নে না , এমনটা হয়
তোর কথা,গানে আমি দিব্য জুড়েছি
রাঙা পটে শৌখিন ঘর ;
বলি যদি তোর মুখে আমার কথারা
ধরে নে না সেটা সম্ভব ;
বাকী যত অভ্যাস যত কোলাহল
আমি আছি তোতে আর
আলগোছে স্বর ; কেন জানি এমন উদ্ভট ;
মনে ভাব আছি পাশে ঝুল হয়ে,ন্যাতা হয়ে, ন্যাপকিন, মোজা
কটু কথা তবু আছি দু'দন্ড শ্রোতা ,
ক্ষয় হওয়া সময়টা জুড়েছি যেখানে-
ভেবে নে না হাঁড়ি,কুড়ি, জল,মোছা ঘর-
বসে আছি মুখোমুখি ডাইনিং সিটে
গুজব জুড়েছি খুব হেচকির টানে ;
বুচকিটা চুল টেনে মুচকে হেসেছে
চুপ কর অমনটি করে ওর মস্করা হয় ;
চলে গেছি শপিংয়ের মল্
রেসিপিটা বেজায় ঝাঁঝালো
আখরোট,দালিমের কুচি,
বুচকি বলেছে চুপে পোলাও ফ্লেভারে-
নো কমেন্ট দারুচিনি কুচি ।
তুই হয়ে মুলে দিই কানের গোঁড়াটা
কে বেশী আমি না মা ?
চুপ থাক্ বেশিদিন চলবে না ফাজলামো
দেখে নিস্ মিয়ে গেল বলে !
জোর গলা মেলেছি দেদার,
খুনসুটি পাশের শ্রোতারা;
ঢোক গিলে অনাবিল উঠে গেল চলে
যাক্ ,এরপর জম্পেস হু লাল্লা গান ।


........................................................................