কাব্যেরা নির্বোধ শুধু চুপিসার
লুকাছুপি যাতায়াত যেন অভিসার ।
যত ডাকি আয় তবে স্বজনের নীড়
উঁকি দেয় ছন্নছাড়া কূল হারা তীর।


দু'দন্ড বসি তবে প্রিয়তীর বেশে
শরীর উন্মত্ত হোক্ দেহ নির্বিশেষে ।
মননে মনন মিলে সম্ভাবনা হবে
তোমার আমার কোল্ মাতৃসুধাপাবে।


রাখোনা আড়ালে তারে চুমিব কথারে
মিলনের ভাষা বহে অতৃপ্ত অন্তরে ।
জাগে না কম্পন কোন প্রাণহীন দেহ
রক্তে নাই লাভা স্রোত অমৃত মোহ।


ভাষা দাও প্রাণ দাও ঘোঁচাও দৈন্যতা
কথাদের প্রসবের অনন্য বহতা  ।
মেধা দাও প্রথা দাও অসামান্য শ্লেষ
মাথাটারে মুড়ে দাও ভাষায় প্রবেশ।


প্রসব প্রসব কর বীর্যময় দেহ
লোভে লোভী লোভাচার যান্ত্রিক মোহ।
কামের অথৈ কথা চিবুকে কেবল
খোলা রাখো ভাষাদের দুরুহ কবল ।


আমি তুমি আমাদের কাব্য জগৎ
সযতনে আঁটোসটো বলিষ্ঠ মরদ ।
ঈর্ষার চোখে ধাঁ ধাঁ হঠাৎ ঝলক
ঘর জুড়া সন্ততি ধামের গোলক।


এস তবে হৃদয়ের আর্তির গেহ
রন্ধ্রমুখে জুড়ে দাও বর্ণ,গন্ধ,মোহ ।
পরাগ সংযোগে হোক্ সৃষ্টি উৎসব
কাব্য ফসলে ভরি হৃদয় বৈভব ।


কচি কচি অ আ ক খ টলোমলো পায়
উঠে বসে খেলা করে কত অছিলায় ।
হাসি কাঁদি আনমনে শাষাই কখনো
ফের যদি রুদ্ধস্বর কানমোলা জেনো।