আমার অসুখ সারাও


কি ভীষণ নির্জণ হয়ে আছি
একা এই আবর্তে চোখ ঢাকা কানামাছি খেলা
বুঁদ সব , সংজ্ঞায়িত করতে পারি নি নিজেকে
শর্তগুলো শেল হয়ে বিঁধে আছে, উদ্ধৃতি ভরে নি তার
সালংকারা শ্লোক, খুঁজে ফিরে এনে দাও
আমারই সঙ্গীত, জাগাও আমায়
সাজিয়ে শব্দ স্তুতি সারাও অসুখ |
যতকিছু সপ্তক পঞ্চম মিলে দাও তালে
এনে দাও প্রচ্ছন্ন সকাল, করোজ্জল সাত রংয়ে মিশে
আমিও যাজ্ঞবল্ক হবো, বলে দাও পথের নমুনা
সেদিকেই চেয়ে রব উদ্বেল হৃদয়ে
জাগাও আমায় সারাও অসুখ |
কি ভীষণ দুর্বল হয়ে আছি মনে প্রাণে
জোগাও সাহস, নেমে এস সসৈন্য পাদদেশে
যুদ্ধ যদি জেনো সেও বশ্যতা চায়
দু'হাত পেতেছি দাও শব্দ ছন্দ শ্লোক
কলম ক্লিভেজে দাও ছন্দ দ্যোতনা ,ভরে দাও
উত্তাল আমেজ মুছে দাও বিপন্ন অশ্রুজল
সারাও আমায়, কি ভীষণ অসুখ ছেয়েছে |
ক্ষুন্ন হয়ে আছি কি ভীষণ
রৌদ্র করোজ্জল তবু  আঁধার প্রবল
কি উদ্ভট মৃত্যু হয়ে আছি ! অজস্র জোয়ার তবু
সাঙ্ঘাতিক ভাঁটার মরুদ্যম
যুদ্ধাহত শবাসনে অস্তিত্ব বিছিয়ে আলো নয় দু'চোখ ঢেকেছি
কি খেলা খেলব বলো শ্রেনীহীন বিষন্ন সময়ে,
ঢালের আড়ালে কিছুটা বৃত্তান্ত ছিল সেও মগ্ন অন্ধ খেলায়
আমারও বয়ে গেছে চল্লিশ সকাল,বিকেলের ঘরে আজও
সন্ধ্যা ঘনায়,দিনগুলো মস্করা করে ----
জ্বালাও নিয়ন সেজে নিই জৈবিক ঢালে, পারঙ্গম দিনগুলো
ফেরাও আমার, সারাও অসুখ চিরতরে !