অসংখ্য হাত পাতা আছে
আমার কঠিন সময়ের কাছে
নক্ষত্রের আলোগুলো ঢেকে গেছে বিষাদে
মাঠে,ঘরে, বাদারে,  একান্তে খুব
গুজবের কাছে
কতগুলি উদবৃত্ত খেলা
মন্ত্রের মাঠে হাবুডুবু খাওয়ার ।
কার যেন সৌজন্য ছিল " আপনার'কি নিজেকে
ফাঁসির আসামী মনে হয় ? কিংবা অণুপ্রবেশকারী" ?


"না, জানেন শুধু আমার স্বরস্থাপণ হয়েছে আত্রেয়ী'র কন্ঠে
একসময় যে আমার প্রাণপ্রিয় দোসর ছিল
খুব ক্ষতি হয় নি কয়েকটি সূঁচ বিঁধে আছে
অবরুদ্ধ স্বরে, আর অবস্থাণ'টা গেছে সরে
বৈদগ্ধে'র মতে , "পৃথিবীর কোন গ্রহে আচমকা এমন স্বস্ত্যয়ন ঘটে "
তখন গন্ডির ব্যাসার্ধে' কোন সৌজন্য,প্রমা ধারে কাছে থকেনা "  


হাতের কোন পরাজয়
ধরণ বা রকমভেদে জৌলুস বাড়ে কমে
অঙ্কুর জোযনার শেকড় বৃদ্ধির নিবিড়তায়
সেঁটে গেছে আমার বসতি ।
গায়ের কম্বল টেনে প্রভাতী আলোর সংবর্দ্ধণা দেখায় মৃৃৃৃত হাত
সে সৌজন্যে'র হাত,কয়েকটি যোগাযোগ
আজীবন ব্যান হয়ে গেছে ।


ক্যাম্পে'র নড়বড়ে তাবুর ফোঁকরের অগাধ জল,হাওয়া
আজ আত্রেয়ীর দখলে  
বিম্বিত ওষ্ঠে খেলাচ্ছলে ফুঁ'ক দিয়ে চর্চিত হাতে
বেশ কিছু মঞ্চ খুলে দেয় অগাধ দৃশ্য


আমার লাস্ট বেঞ্চির ফালতু জীবন থেকে
চলে যান মগধের বিম্বিসার , ক্যাপ্টেন রোনাল্ড , কার্ল মার্কস,
সেনাপতি রুক্সেম  
আড়ালে জিজ্ঞাসাবাদ চলে- কি ? কখন ? কেন ?


ফুঁসে উঠেন ম্যান্ডোলেন  ইয়ার্কি