তোমার মধ্যে ঘুমিয়ে থাকে তোমরা
     যাকে সামলাই আমরা ,
আসলে পৃথিবীজোড়া গল্পে
      আমি তুমি হয়ে যাই ।
নিষেধ ছিল না কোনদিন দ্বিধাহীন সাম্রাজ্য
  মুখের বদলে মুখোশ আদম ইভের কর্য্য।
আমার মতো আমরা খুঁজে নি চরাচর
    মুখে বলে দিই সাজাত্য
   বেশ পুষে রাখি আমাকে
নড়ি-চড়ি আর লাদাখের ক্ষোভ পুষে রাখি অন্ত্রে ।
তোমার তুমিরা কদরে বহরটা শুধু পাল্টাও,
     এ দোর, সে দোর ঘুরে
  তামাম হিসেব লিখে দাও।
আর এক তোমার তুমিরা
ছুটে যাও ঝাড়বাতিতে
দুলিয়ে দুলেও শুয়ে যাও
   ধীরে তোমাদের শরীরে।
আসলে আমাদের আমরা
  নানাভাবে,নানামতে ঘোরাই,ফেরাই নিজেকেই-
মুখে বলে দিই সাব্যস্ত আমি,তুমি আর আমরা।