শেষের পরেও থেকে যায় রেশ
ঝলমলে ম্রিয়মাণ প্রেমী তারাটির
উজ্জল বিকিরণে তমসা ঘনালে
গভীর ক্লান্তি শেষে সেও কুজ্ঝটির !


সবটাই বেরঙীণ ফুরালে সৌরভ
আবেগের তৃষ্ণায় রঙীণ সঞ্চারি
ছায়া কেটে কুয়াশা সম্মিলিত হলে
সবেতেই হতাশার ম্লান জারিজুরি !


সুকন্ঠ থেমে যাওয়া ছন্দ আলয়ে
মন আকাশে কেবলই রাহাজানি
কিএমন উপাসনা কিসের পূজার্ঘ্য
প্রাণহীন মন্ত্র আর নিষ্প্রাণ প্রণামী !


ছিড়ে গেলে আত্মিক সবটা মলিন
উৎস আলোক তলে ম্লান প্রতিকৃতি
মানবিক এজলাসে হারালে মানুষ
নিশ্চিত হনন আর লুপ্ত প্রতীতি!


মৃত সূত্র তবু তার চির অবস্থান
শেকড়ের হাহাকার আজন্ম মূর্ছণা
ফান্টুস রঙ রুপ জৌলুস হারালে
বেরঙীণ অবশিষ্ট মৃত্যু প্রবঞ্চণা !